Sunday, February 7, 2016

আম বাগানের ভূত

ঘটনাটি ঘটে আমার এক মামাতো বোনের সাথে এবং ঘটনাটি সম্পূর্ণ সত্যি।
ঘটনাটি ২০০৭ সালের।
আমার মামাতো বোনের নাম জাহানারা।বয়স ১৪ বছর।
তখন ছিল গ্রীষ্মকাল।ঘটনাটি গ্রীষ্মকালের অন্যতম ফল আম কুড়ানোকে কেন্দ্র করে।
আমাদের এখানে অনেক আম বাগান আছে।অনেক ছেলেমেয়ে প্রতিদিন দল বেঁধে খুব
ভোরে আম কুড়াতো।তার ও আম কুড়ানোর প্রবল নেশা ছিল।
তো সেইদিন রাত্রে জাহানারা তার ছোট বোনকে বললো আজ আমরা দুইজন সবার আগে
খুব ভোরে আম কুড়াতে যাব। আমি যদি টের না পাই,তুই টের পেলে আমাকে ডাক দিস।
তো রাত ৪ টার দিক তার ছোট বোন তাকে ডেকে বললো রাত তো প্রায় শেষের দিকে আম
কুড়াতে যাবে না?

honted gost pic
তারা আর দেরি না করে বাড়ি থেকে বের হয়ে গেল।
আম বাগানটি ছিল বাড়ি থেকে কিছুটা দুরে ও বাগানটী ছিল অনেক বড় ও পুরনো।
বাগানের একটা গাছ ছিল অনেক পুড়নো আর সেই গাছের আম গুলো অনেক ছোটছোট
ছিল।কিন্তু সেই গাছের আম ই সবচেয়ে বেশি পড়তো।আম কুড়াতে কুড়াতে সেই বড়
গাছের নিচে গিয়ে জাহানারা খুবই অবাক হয়ে গেল কেননা গাছের নিচে কেবল একটা
আম ই পড়ে আছে তবে আমটি এ গাছের আমের তুলনায় অনেক বড়।
তবুও সেটাকে পাত্তা না দিয়ে আমটি ধরতে গেল কিন্তু এরপর সে যা দেখলো তা
অন্য কেউ দেখতে চাইবে না।
সে যখন আমটি ধরতে গেল অমনি আমটি কিছুটা দুরে সরে গেল।এটা দেখে সে ভয় পেল
কিন্তু ভাবলো হয়তোবা সে ভুল দেখেছে।আবার সে আমটি ধরতে গেল কিন্তূ এবারও ঐ
একই ঘটনা।এবার ভয় তার মনে জেঁকে বসলো..কি হচ্ছে এসব।আবার যখন সে আমটি
ধরতে গেল তখনি আমটি এমন একটা ভয়ঙ্কর আকরিতি ধারণ করলো যা দেখা মাত্র সে
বেঁহুশ হয়ে গেল।    
ঘটনাটি এখানে শেষ হলেই ভাল হতো কিন্তু এরপর যা ঘটলো যা এক কথায় অবিশ্বাস্য।
যখন আযানের সুর শুনে তার হুঁশ ফিরলো তখন সে গাছটির নিচে পড়ে আছে।আশেপাশে
কেউ নেই এমনকি তার ছোট বোনকে খুঁজে না পেয়ে আরো ভীত হয়ে পড়লো এবং খুব
দ্রুত পরিমরি করে বাড়ি ফিরে এসে দেখে তার বোন এখনো ঘুমুচ্ছে।
সে তার বোনকে ডেকে তুললো আর বললো, কেন তাকে একা ফেলে চলে এসেছে সে?
কিন্তু তার বোন কিছুই বুঝলো না।উপরন্তু জাহানারার হাতে আমের ব্যাগ দেখে
সে বললো,আপু,তুমি একাই আম কুড়াতে গেলে,আমাকে ডাকও দিলে না।

একথা শুনার পর আবারো সে বেঁশুস হয়ে পরে।
সকাল থেকেই প্রচন্ড জ্বর আসে।
এর কিছুদিন পরই সে মারা যায় কোনো কারণ ছাড়াই।
ঘটনাটি আমি নিজে জাহানারার কাছ থেকে শুনেছি।

1 comment: